সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ১২:১৭
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩৪
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে দুই লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ এখনো ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করতে পারেনি। সাধারণ মানুষ উদ্বিগ্ন। চলাচলের মানুষের উদ্বেগ উৎকণ্ঠ বাড়চ্ছে।

গত রোববার বিকেলে দিকে উপজেলার সিংহরা সড়কে ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তার নাম ফারুক ইসলাম (২৮)। তিনি উপজেলার চাতরী ইউনিয়ন এলাকার গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপনা পদে কর্মরত আছেন।

ফারুক ইসলাম বলেন, গ্রাহক থেকে কিস্তি আদায় করে অফিসে যাবার পথে একজন মোটরসাইকেল আরোহী এসে আমার পথ গতিরোধ করে, সঙ্গে সঙ্গে আরও দুইজন আগে থেকে রাস্তায় দাঁড়ানো থাকা যুবক এসে ধস্তাধস্তি এক পর্যায়ে ছুরি দিয়ে আমার কাঁধ থেকে ব্যাগের ফিতা কেটে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে চলে যায়।

গ্রামীণ ব্যাংকের আনোয়ারা উপজেলার এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, সিংহরা এলাকায় ফারুকের কাছে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের দুই লক্ষাধিক টাকা ছিল। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে গেছে।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায়, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে