সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার , চুয়াডাঙ্গা
  ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৫
ছবি : যায়যায়দিন

অগ্রহায়ণের শুরুতেই শীত জেঁকে বসেছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। কুয়াশাচ্ছন্ন সকালে আর সন্ধ্যা নামার সাথে সাথেই বেশ শীত অনুভুত হচ্ছে। উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে প্রকৃতিতে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬ টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে

১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭%। এর পর সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯২%।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের ইনচার্জ আবহাওয়াবীদ বলেন, আগামী কয়েকদিন আবহাওয়া এরকম থাকবে। ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করবে।

এদিকে হঠাৎ করেই শীত জেঁকে বসায় জনজীবনে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে। অনেকই শীতের পোশাক পরতে শুরু করেছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে