শেরপুরের নকলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় কৃষি উপকরণ পাচ্ছেন ১৭ হাজার ১শ কৃষক। উপকরণের মধ্যে রয়েছে বিনামূল্যে শাক-সবজিরও ধান বীজ ও সার। অগ্রাধিকার দেওয়া হচ্ছে বন্যা ও অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের।
গত রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) সহায়তার নিমিত্তে এই প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।
এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন ও কৃষিবিদ সাগর চন্দ্র দেসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার ৩০০ কৃষকের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ, ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হবে।
যাযাদি/এআর