রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে  ব্যবসায়ী নিহত

ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ২১:০৫
ছবি : যায়যায়দিন

কিশোরগঞ্জের ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী হারুন - উর রশিদ ( ৩৫) নিহত হয়। উপজেলার সম্ভুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে হারুন।

আজ রোববার রাত ৭ টার দিকে সম্ভুপুর রেল ক্রসিং সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৭ টার দিকে কাপড় ব্যবসায়ী হারুন - উর রশিদ সম্ভুপুর রেল ক্রসিংয়ের নিকটে চায়ের দোকানে বসা ছিল। এসময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন নেশাগ্রস্থ অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে তর্কাতর্কি করার এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে ধারনা করছি।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাত ৮ টায় নিহতের লাশ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

যাাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে