চুনারুঘাটে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি সহ গ্রেপ্তার  ৩

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ২০:৪২

চুনারুঘাট (হবিগঞ্জ)  প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

হবিগঞ্জের চুনারুঘাটে বালুর ট্রাকের বালুর নীচে করে ভারতীয় চিনি পাচারকালে ৩১২ বস্তায় ১৫ হাজার ৭০০ কেজি চিনিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা  পুলিশ। এসময় একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করা হয়। 

এঘটনায় চুনারুঘাট থানায় বিশেষ ক্ষমাতা আইনে ওই তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার (১৭নভেম্বর) বিকেলে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ  উপজেলার উবাহাটা ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করেন । 

আটককৃত হলো রুপশংকর এলাকার সিরাজ মিয়ার ছেলে রহমত আলী, চারগাও এলাকার মৃত খুরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী এবং কচুয়াদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া। বিষয়টি নিশ্চিত করে  রবিবার সন্ধ্যায়  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উবাহাটা ইউনিয়নের দুর্গাপুর বাজারে শনিবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের একটি টিম অভিযান চালানো হয় । 

এ সময় ৩১২ বস্তা ভারতীয় চিনিসহ ১টি ট্রাক আটক করা হয়। চিনির উপরে বালু দিয়ে ঢাকা ছিল। পরে পুলিশ বালু সরিয়ে একে একে চিনির বস্তা বের করে। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ ৪১ হাজার টাকা ।  

ওসি আরো জানান, পাচারকালে একটি মাইক্রোবাস চিনি ভর্তি ট্রাককে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিও আটক করা হয়। এসময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায় । জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

যাযাদি/ এম