বগুড়ার শেরপুরে জামায়াতের রুকন (সদস্য) সম্মেলন শনিবার (১৬ নভেম্বর) শহরের হামছায়াপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতেই উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির শিল্পপতি আলহাজ্ব দবিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক সরকার।
পরে তিনি রুকন সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বলেন, দীর্ঘ পনের বছর পর আওয়ামীলীগের দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্টরা পালিয়ে গেছেন। ফলে দেশের জনগণ ফিরে পেয়েছে বাক স্বাধীনতা।
এমনকি কোনো বাধা-বিপত্তি ছাড়াই সব রাজনৈতিক দল তাদের দলীয় কর্মকান্ড পরিচালনা করতে পারছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনের কাজ আরো জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নেতা রেজাউল করিম বাবলু, প্রভাষক আব্দুল্লাহ মোস্তাফিধ নাসিম, আনিছুর রহমান, আব্দুল হক, ইফতেখার আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ২৫জন উপজেলা মজলিশে শুরার সদস্য নির্বাচনসহ পৌরসভা ও দশটি ইউনিয়নে আমির এবং সংগঠিত বেশ কয়েকটি ওয়ার্ডে আগামি ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচনের জন্য রুকন (সদস্যদের) প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়।
যাযাদি/ এম