দেশের বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিনের পাঠক সংগঠন "যায়যায়দিন ফেন্ডস ফোরাম''র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মির্জানগর তৌহিদ একাডেমির সাড়ে ৬শ শিক্ষার্থী পেয়েছে পরিবেশবান্ধব কলমসহ শিক্ষা উপকরণ।
রবিবার (১৭নভেম্বর) উপজেলার মির্জানগর তৌহিদ একাডেমী মিলনায়তনে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন'র বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু।
পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু'র পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জানগর তৌহিদ একাডেমির প্রধান শিক্ষক আইয়ুব আলী, "যায়যায়দিন ফেন্ডস ফোরাম''র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন রাসেল সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেন। যায়যায়দিন ফেন্ডস ফোরাম পরশুরাম উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের লিটন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন মির্জানগর তৌহিদ একাডেমি সহকারি প্রধান শিক্ষক হুমায়ুন কবির (বালক) আব্দুল গফুর (প্রভাতি শাখা) সিনিয়র শিক্ষক আব্দুল মোতালেব, আবুল খায়ের দাউদ, মোহাম্মদ আবু তাহের, আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুবার বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যাযাদি/এসএস