বান্দরবানের আলীকদম উপজেলায় বিএসআরএম-এর পক্ষ থেকে 'নিরাপদ বাড়ি নির্মাণে গুণগত মানসম্পন্ন পণ্যের প্রয়োজনীয়তা ও ব্যবহার' বিষয়ক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আলীকদম বাজারে অর্কিড রেস্টুরেন্ট এর হল রুমে উক্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্থাপনা নির্মাণে রড়, সিমেন্ট, বালি ও পানি কি পরিমানে ব্যবহার করবে হবে এবং রড় (লোহা) নির্বাচনে কি কি দিক খেয়াল রাখতে হবে সেবিষয়ে দিকনির্দশনা মুলক বক্তব্য রাখেন, প্রকৌশলী মোহাম্মদ ইউছুপ আলী।
উপস্থিত ছিলেন মোঃ মিনারুল ইসলাম চৌধুরী, ডেপুটি ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং (বিক্রয়) বিএসআরএম। উক্ত গ্রাহক সমাবেশে প্রকৌশলী, বাড়ি নির্মাতা, নির্মান শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম