মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৩৩
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৭ নভেম্বর ) সকাল সাড়ে নটার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবক টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিল। নিহত আব্দুর রহমান উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুংখালি এলাকার আব্দুল গফুরের ছেলে। তার ৬ মাসের একজন কন্যা সন্তান রয়েছে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন,সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার ইউনিয়নের শাপলাপুর অংশের মেরিন ড্রাইভ সড়কে একটি পাওয়ার ট্রাক্টর মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আবদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান টেকনাফ নির্বাচন অফিসে আইসিটি বিভাগ কর্মরত ছিল। সকালে নিজবাড়ী উখিয়া হতে চাকুরীর কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যাযাদি/এসএস