ফেনীর দাগনভূঁইয়াতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ১৯:২৭

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

১৭ নভেম্বর  রবিবার  সকালের দিকে  বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশন ৪১ রেজিমেন্ট এর ক্যাপ্টেন  শাহরিয়ার রহমান এর নেতৃত্বে ১০ জন সেনা সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী এর উপপরিদর্শক  মোঃ আবু তাহের এর নেতৃত্বে  ১০ জন ডিএনসি সদস্যের সমন্বয়ে গঠিত রেইডিং টিম দাগনভূঁঞা থানাধীন পূর্ব চন্দ্রপুরে যৌথ অভিযান পরিচালনা করে ৩৪৩ পিস ইয়াবাসহ ০২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।

আসামীরা হচ্ছেন  আবু আহম্মদ (২২)  পিতা-রহমত আলী প্রঃ রমু সাং-পূর্ব চন্দ্রপুর, থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী ও আবু জাহেদ রিপন (২৫) পিতা-রহমত আলী প্রঃ রমু সাং-পূর্ব চন্দ্রপুর, থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী।

এদের  কাছ থেকে  ইয়াবা ট্যাবলেট ৩৪৩ পিস উদ্ধার করা হয়েছে।

 দাগনভূঁইয়া থানাধীন পূর্ব চন্দ্রপুর ডেউলিয়া গ্রামস্থ রহমত আলীর নতুন বাড়ী আসামীদের দখলীয় উত্তর মুখী সেমিপাকা ০৬ (ছয়) কক্ষ বিশিষ্ট বসতঘরের পূর্ব পার্শ্বের প্রথম ও দ্বিতীয় কক্ষ, থেকে  এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী এর উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন (দাগনভূঁঞা থানার মামলা নং- ১১, তারিখঃ ১৭/১১/২০২৪ ইং)। মাদক বিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।


যাযাদি/এসএস