শরীয়তপুরে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ১৯:১২
ঐতিহাসিক সিরাতুন্নবী (সা:) উপলক্ষে "সিরাত পাঠ প্রতিযোগিতা'২৪" এর পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখা।
গত সেপ্টেম্বর'২৪ মাসে অনলাইনে সিরাত পাঠ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ০৬ অক্টোবর'২৪ তারিখে অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত দুইটি সিরাত গ্রন্থ "রাসূলুল্লাহর (স.) বিপ্লবী জীবন ও সিরাত ইবনে হিশাম" এর উপর দুই গ্রুপে পাঁচ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০ জন শিক্ষার্থী বিজয়ী হন। বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে নগদ এককালীন শিক্ষাবৃত্তি, বই, ক্রেস্ট, সনদ প্রদান করা হয়।
দপ্তর সম্পাদক মেহেদী হাসান নিরব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক কেফায়েত উল্লাহ। বিশেষ অতিথি জেলা সভাপতি সাখাওয়াত কাউসার, জেলা সেক্রেটারি কামরুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসূল (স.) হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল (স.) এর জীবন পরিচালনার প্রতিটি পদক্ষেপে রয়েছে আমাদের জন্য শিক্ষা। তিনি যেভাবে অন্ধকারাচ্ছন্ন সমাজকে তার মহান আদর্শ দিয়ে আলোকিত করেছেন। ঠিক একইভাবে আমাদেরকে তার আদর্শ চর্চার মাধ্যমে বিদ্যমান সমাজের দুর্নীতি, রাহাজানি, অশ্লীলতা, বেহায়াপনা, অনিয়ম সহ সকল অপরাধ এর চক্র ভেঙে ফেলতে হবে। আমাদেরকে রাসূল (স.) এর সুমহান আদর্শের প্রতি মানুষকে আহ্বান জানিয়ে তাদেরকে নিয়ে এই বিশ্বকে সৎ লোকের আবাস্থলে পরিণত করতে হবে।
যাযাদি/এসএস