রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তির ডাক ৭১

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ১৬:০০
ছবি: যায়যায়দিন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী।

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল মুক্তির ডাক ৭১।

রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলটির চেয়ারম্যান আল রিয়াদ আদনান অন্তর।

তিনি বলেন, মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা।

তিনি আরোও বলেন, অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এই নেতা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে