ধামরাইয়ে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ২

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ১৫:১৮

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে মেরামতের জন্য মহাসগকের পাশে থেমে থাকা  ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও হেলপার  নিহত হন। এতে আহত হয়েছেন পাশে দাঁগিয়ে থাকা ৫ জন পথচারী।

রোববার সকালে   ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করা যায়নি।

নিহত  চালক কাঞ্চনের (২৬) বাড়ি জামালপুরে আর  হেলপার আশরাফুল ইসলামের (২৫) বাড়িও জামালপুর জেলায় বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, ধামরাই কালামপুর এলাকা থেকে একটি ট্রাক ইট নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ঢুলিভিটা এলাকায় পৌছলে ট্রাকটি খারাপ হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি সাইড করে মেরামতের কাজ করছিলেন।

এ সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী একটি বড় ট্রাক মেরামতকারী ট্রাকের পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হন। এতে ট্রাকের পাশে থাকা প্রায় পাঁচজন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে য়াওয়া হয়।

সাভার হাইওয়ে থানার ওসি শওকত আলম জানান, খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। চালককে আটক যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি

যাযাদি/ এআর