দৌলতপুরে ১০ হাজার কৃষক পেল বীজ ও সার

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৫৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুরে চলতি রবি মৌসুমে প্রায় ১০ হাজার প্রান্তিক কৃষককের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ বছর ১০ টি ফসল যথাক্রমে সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, অরহড়, সুর্যমুখী ও মুগ কলাইয়ের বীজ এবং সার ৯৯৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়।

রোববার উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকী।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলী আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায় প্রমুখ। এ সময় সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।  

যাযাদি/এআর