রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: তুহিন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ১৪:১১
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি’র আয়োজনে জনসমাবেশে সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ভার্চুয়ালি বক্তব্য শুনতে নেতাকর্মীর জনস্রোতে পরিনত হয় সমাবেশ স্থল।

গত শনিবার সন্ধ্যা ৭টায় ডিমলা ইসলামিয়া কলেজ মাঠে দেশের বাহির থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

সমাবেশে ডিমলা উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সাইফুল্লা রুবেল, সাধারন সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি নুর আলম, ওয়ার্ড সভাপতি আবু বক্কর সিদ্দিক জাফর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেলসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এটাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিএনপির নেতা-কর্মীরা ১৬ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং তাদের আদর্শে অবিচল রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন, নারীদের শিক্ষার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। দেশের সকল নাগরিকেই সমান। ধর্ম যার যার রাষ্ট্র সবার।

ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৭বছর দেশকে নরকে পরিনত করেছিল। মামলা হামলা করে আয়না ঘর তৈরি করে বিএনপি’রনেতাকর্মীদের অমানুষিক নির্যাতন করেছে। আমরা এসব জেন ভুলে না যাই। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষতায় এলে দেশে আর কোন দুর্নীতি থাকবেনা। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে