রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ফেনীতে বৃত্তি পরীক্ষা সফল করতে প্রস্তুতি সভা

ফেনী প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ১১:২৩
ছবি: যায়যায়দিন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয় সিংহ দিপালী যুব সংঘ আয়োজিত দিপালী বৃত্তি পরীক্ষা আগামী ২৯ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা সফল করতে বুধবার ১২ নভেম্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন দিপালী যুব সংঘের প্রধান পৃষ্ঠপোষক ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।

দিপালী বৃত্তি পরীক্ষা দিপালী বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক কাবুল হোসেন কাবুল মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মাস্টার পেয়ারুল ইসলাম মজুমদার,মাস্টার সিরাজুল ইসলাম ও আসাব উদ্দিন সবুজ প্রমুখ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ ও দিপালী সংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্র জানায়, দিপালী বৃত্তি পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করতে পারবেন ফেনী সদর উপজেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা। পরীক্ষা অনুষ্ঠিত হবে পশ্চিম বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বিজয় সিংহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

প্রধান অতিথি গাজী হাবিব উল্লাহ মানিক শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এই জাতির মেরুদন্ড ভেঙে দিতে চেয়েছিল। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে