দল বা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না : ফয়জুল করিম
প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১০:২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, বার বার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত ন্যায়-নীতির পরিবর্তন আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা এবং আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নন্দকুমার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুরের শিবচর উপজেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখা এই গণসমাবেশের আয়োজন করে।
এসময় মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেন, আমি বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি ও মানুষের চিন্তা লালন করে না। এরা ভিনদেশী কোন চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কোন বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। তবে আমরা এটা করতে চাই না।
তিনি আরও বলেন, আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। কোন ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে দূর্নিতী থাকবে না, বানিজ্য থাকবে না, নমিনেশন বানিজ্য থাকবে না, পেশিশক্তি কেউ ব্যবহার করতে পারবে না। অবৈধ কালো টাকার ছড়াছড়ি থাকবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী কোন দল আর বাংলাদেশে থাকবে না। আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামী হুকমত চাই।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশের মাত্র ৪ পরিবার ২ হাজার কোটি টাকা পাচার করেছে। একেক পরিবার ৫০ হাজার কোটি করে পেয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পিয়ন ৪শ কোটি টাকার মালিক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। হযরত মাওলানা আকরাম হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক মল্লিক, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মুজাহিদ কমিটির শিবচর শাখার সদর মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসলাম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক সহস্রাধিক নেতাকর্মী ।
যাযাদি/এআর