শরীয়তপুরে অবৈধভাবে বালু উত্তোলন, সাতজনকে কারাদণ্ড
প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ২০:০০
শরীয়তপুর জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নে বাবুরচর সংলগ্ন পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাত জন ব্যক্তিকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভোরে জেলাপ্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এঁর নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় মো.আবদুল্লা আল মামুন তাদেরকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- নওশেদ দাড়িয়া (৪৬)আফজাল মোল্লা (৪০)মোঃ আল আমিন (২২) মোঃ রাসেল (৩০)শিপন মোল্যা (২১)মোঃ নিজাম (৪৮)মোঃ নাজমুল (৩৬)।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া বিনতে সোলয়মান বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা জাজিরার পদ্মা নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছে। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নদী ভাঙ্গন রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে শরীয়তপুর জেলা প্রশাসন বলে জানান তিনি।
যাযাদি/এসএস