কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালি পরিবহন করার অপরাধে দুটি ট্রাকগাড়ি জব্দ করেছে বনবিভাগ।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, পার্বত্য বান্দরবানের লামা এলাকা থেকে অবৈধভাবে বালি পরিবহন করার সময় দুটি গাড়ি জব্দ করা হয়। তাঁরা বালি পরিবহনকালে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি দুটি জব্দ করে ডুলাহাজারা বন বিটের হেফাজতে নেওয়া হয়। বন ও বনজ সম্পদ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।
যাযাদি/এসএস