টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু'গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ১৯:২৭
গাজীপুরের টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ১টার দিকে সাতাইশ শরিফ মার্কেট এলাকায় মসকট গ্রুপের ঝুট নিয়ে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর যুবদল এবং ৫১নম্বর ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, কারখানার ঝুট নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ চলছিল। গত কয়েদিন ধরেই সাতাইশ এলাকায় মাসকট গ্রুপের ঝুট নেয়া নিয়ে সাজেদুল ইসলাম গং এবং আলাউদ্দিন গংদের মহড়া চলছিল। শনিবার সকাল থেকেই ওই কারখানার ঝুট কে নেবে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুর ১টার দিকে এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও লাঠিসেটা নিয়ে মহড়া দিতে থাকে। এক পর্যায় আলাউদ্দিনের লোকজন ঘটানাস্থল ত্যাগ করার পরে অপর পক্ষের লোকজন ঘটনাস্থলে দেশিয় অস্ত্র ও লাঠিসেটা নিয়ে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে খোঁজাখুঁজি এবং এদিক-ওদিক ছুটাছুটি শুরু করে। এক পর্যায়ে সড়কে চলমান অটোরিকসা ভাংচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং কারখানা থেকে ঝুট ভর্তি ট্রাক নিয়ে চলে যায়। এসময় ওই স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।
গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। তবে ঘটনাটির খবর পরে শুনেছি।
মহানগরীর ৫১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, আমরা যতক্ষন ছিলাম তখন তারা দুরে লোকজন নিয়ে অবস্থান করছিল। পরে আমরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর তারা কারখানার সামনে গিয়ে সড়কের চলাচলরত যানবাহন ভাংচুর শুরু করে। এতে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক সৃস্টি হলে কারখানা থেকে ট্রাক বোঝাই মালামাল নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ঝুট নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম । কিন্তু পুলিশ গিয়ে কাউকে ঘটনাস্থলে পায়নি। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ থানায় জমা দেয়নি।
যাযাদি/এসএস