শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

গৌরীপুরে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে বিশাল গণসমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ১৯:২০
ছবি: যায়যায়দিন

বিএনপি'র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং রাষ্ট্র মেরামতের লক্ষ্যে "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস" এর তাৎপর্য তুলে ধরতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বালিজুরি স্কুল মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা রফিকুল ইসলাম তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান এবং সিধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী এবং ছাত্রনেতা রিপন সরকার।

প্রধান অতিথি আহাম্মদ তায়েবুর রহমান হিরন তার বক্তব্যে বলেন, "বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামতের লক্ষ পূরণে দলনায়ক তারেক রহমানের নির্দেশনায় গৌরীপুর উপজেলা বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।"

সমাবেশে বক্তারা ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরে দেশের বর্তমান সংকট মোকাবিলায় বিএনপি'র ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে