বরগুনার পাথরঘাটায় উপজেলা ও পৌর বিএনপি"র কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরগুনা ২ আসনের বিএনপি'র সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি বলেন এই জনপদে জমি চাষ করে, ধান রোপন করেছি। আমি যখন ধান নিতে আসব তখন না দিয়ে পারবেন না।
শনিবার ( ১৬ নভেম্বর) সকালে শুরু হয়ে পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুর পর্যন্ত চলে এই কর্মী সভা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র ভাইস চেয়ারম্যান বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো: কামরুল ইসলাম, পৌর বিএনপি'র আহ্বায়ক হারুন অর রশিদ হাওলাদার। এছাড়াও বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল, ওলামাদল,তাতীদল, নবীন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।
কর্মীসভায় পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন বলেন, দীর্ঘ ১৭ বছর ঘরে ঘুমাতে পারিনি। জেল খেটেছি বহুবার। ছেলেমেয়েদের নিয়ে শান্তিতে ঘরে ঘুমাতে পারিনি৷ খেয়ে না খেয়ে দলের পিছনে ছুটেছি মামলার আসামি হয়েছি, জেল খেটেছি আবার জামিনে এসে দলের পক্ষে কাজ করেছি৷
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, এই জনপদের সাধারণ মানুষকে বিএনপি'র সাথে পরিচয় করে দিয়েছি আমি। কর্মী তৈরী করে আগলে রেখেছি আপনজন হিসেবে। দূরে থেকে কাজ করেছি দলের পক্ষে। এলাকায় আসতে দেয়নি ১৭ বছর। মিথ্যা, হয়রানি মূলক মামলায় জেল খেটেছি৷
নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন এখন সময়ে এসেছে সকলে মিলেমিশে তারেক রহহমান নির্দেশে কাজ করি।
যাযাদি/এসএস