বরুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৫

বরুড়া প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার বরুড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বরুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মফিজুল ইসলাম এর তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আমীর ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী দ্বীন মুহাম্মদ, কুমিল্লা দঃ জেলা আমীর এডভোকেট মোঃ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমীর মোঃ আবদুল মতিন, কুমিল্লা দঃ জেলা সাধারণ সম্পাদক ড. এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দঃ জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা ইবনে তাইমিয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল, বিজিএমই এর নেতা-মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোজাম্মেল হক ভুইয়া।

বরুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডাঃ মজিবুর রহমান ও আনোয়ার হোসেন এর যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কুমিল্লা জেলা দক্ষিণ সহকারী সেক্রেটারি ডাঃ আবদুল মুবিন, কুমিল্লা জেলা পুর্ব সাধারন সম্পাদক নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী বরুড়া পৌরসভা জামায়েত ইসলামীর সেক্রেটারি কাজী খোরশেদ আলম পাটোয়ারী, বরুড়া পৌরসভা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃ শাহ জালাল প্রমূখ।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে থাকবে না শোষণ-বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে সকলকে সে অধিকার প্রদান করা হবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হল, শোষণ ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট ধরে রাখতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। দেশের মৌলিক পরিবর্তনের জন্য প্রয়োজন দূর্নীতিমুক্ত ও সৎ নেতৃত্ব।  
১৬ নভেম্বর কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যাযাদি/এসএস