বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যায় চাটখিল ইয়োগা প্রভাতী চাটখিল উপজেলা সভা কক্ষে জন সচেতনতা মূলক এক আলোচনা সভার আয়োজন করে।
ইয়োগা প্রভাতীর প্রতিষ্ঠাতা শেখ জহির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. এটিএম জাবেদ হাসান, বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিব মেডিকেল অফিসার ডা. শহীদুল আহমেদ নয়ন, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার চৌধুরী, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামরুল কানন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি স্বাস্থ্যকর খাদ্য, নিয়মিত শারীরিক কার্যকলাপ, স্বাভাবিক শরীরের ওজন বজায় রাখা এবং তামাক ব্যবহার এড়ানো গেলে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব। তাই সবাইকে ডায়াবিটিসি থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্য সম্মত নিয়ম নীতি মেনে চলার পরামর্শ দেন। সভায় কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন ও হাটপুকুরিয়া উচ্চ বিদ্যায় প্রধান শিক্ষক মো. হানিফ সহ ইয়োগা প্রভাতীর শতাধিক সদস্য উপস্থিত ছিল। সভা পরিচালনা করেন নিপ্রো জেএমআই ফার্মা এ জাপান বাংলাদেশ কোম্পানির সিনিয়র এরিয়া ম্যানেজার নজির আহমেদ হারুন।
যাযাদি/এআর