শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

আ.লীগ দেশকে লুটপাট করে, বিএনপি তা থেকে উদ্ধার করে: আখতারুজ্জামান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ১৩:২৫
ছবি: যায়যায়দিন

যখনে এদেশ সংকট এসেছে, যখনই দেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে সংকটে পড়েছে,আতঙ্কিত হয়ে পড়েছে ঠিক সে সময় সংকট কাটানোর জন্য আল্লাহ তায়ালা বিএনপিকে পাঠিয়ে তা থেকে উদ্ধার করেছে। বিএনপির নেতা জিয়াউর রহমানকে পাঠিয়েছে।

আওয়ামীলীগ বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ নয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসেছে সুন্দর ভাবে দেশ চালিয়েছেন। আওয়ামীলীগ দেশ চালিয়ে ছিলো ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত কুকুরের মাথায় টুপি দিয়ে ইসলাম ধর্মকে যারা অপমানিত করেছিলো। সেই অপমানের জবাব ২০০১ সালের পহেলা অক্টোবর নিরব ভোট বিপ্লবের মাধ্যমে এদেশের জনগণ আওয়ামী লীগকে দাঁতভাঙ্গা জবাব দিয়েছিলো।

আবারো বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আবারো দেশ উদ্ধার করেছে। আওয়ামীলীগ যখনই দেশকে ধ্বংস করে দেশকে লুটপাট করে তখন এই বিএনপি তা থেকে উদ্ধার করে বলে মন্তব্য করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়ন বিএনপির আয়োজন জনসভা প্রধান অতিথি বক্তব্য তিনি এসম কথা বলেন।

সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া আরো বলেন, বিএনপি স্বৈরাচার নয়।স্বৈরাচার হলে আওয়ামী লীগের মতো উৎখাত হয়ে পালিয়ে যেতাম। বিএনপি পালায়নি। ২০০৬ সালে জরুরি আইনের সরকার আমাদের নেতা তারেক রহমানকে জেলে ঢুকিয়ে তার মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে ভরিয়েছেন। সে সময় শেখ হাসিনাও জেলে গিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি তখন তিনি বিভিন্ন সময় কানে শুনতে পান না চোখে দেখতে পান না বিভিন্ন জায়গায় শরীরের ব্যথা বলে বারবার বিদেশ সফর করেছেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যায়নি। সেসময় মাইনাস টু ফর্মুলা করেছিলো যে দুই দলের নেত্রীকে বাহিরে পাঠিয়ে দিয়ে আর্মিরা দেশ শাসন করবে তাদের সেই ইচ্ছা ছিল। সে সময় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন দেশের বাইরে নিতে পারে নাই তখন শেখ হাসিনা আবারও দেশে ফিরল। ১৯৭৫ সালে ৭ নভেম্বর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলো তখন শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে আনলেন এবং রাজনীতি করার অধিকার দিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ বাকশাল ছিল জিয়াউর রহমান আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিল।

আওয়ামী লীগের কোন ইতিহাস নেই আওয়ামী লীগের ইতিহাস জঘন্য ষড়যন্ত্রের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ভারতের কাছে দেশকে বিক্রি করার ইতিহাস। গত ১৬ বছরে আওয়ামীলীগের এমপির মন্ত্রীদের হাজার হাজার কোটি টাকার লুটপাট দেশ-বিদেশে শত শত বাড়ি করে দেশটাকে তলা বিহীন ঝুড়ি বানিয়েছে। আওয়ামী লীগ কখনো দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তারা নিজেরাই লুটপাট নিয়ে ব্যস্ত থাকে।

সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে নতুন এক বাংলাদেশ। অস্বীকার করার কিছু নেই আমার নেতারা বক্তব্য বলেছেন আমরা ১৬ বছর ফতেজংপুর ইউনিয়নে বিএনপির কোন প্রোগ্রাম করতে পারিনি।আজকে পারছি এটাই স্বাধীনতা এটা আওয়ামী লীগের সময় ছিল না। স্বাধীনতা ছাত্র জনতা আমাদেরকে দিয়েছে তাই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সকল ষড়যন্ত্র ভেদ করে ছাত্র ছাত্র জনতার বিপ্লবকে এগিয়ে নিতে হবে। সামনে জনগণের যে অধিকার আছে সে অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে।

জনসভায় ফতেজংপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নূর আলম মাসুমের সঞ্চালনায় ও ফতেজংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদের সভাপতিত্বে তেজংপুর ইউনিয়ন চম্পাতলী বাজারে বিএনপির জনসভা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মজিবর রহমান শাহ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নশরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী নয়ন, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ,সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, আব্দুল মতিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে