চট্টগ্রামের সাতকানিয়ায় টানা ৪১ দিন জামাতের সহিত নামাজ আদায় ক্যাম্পইনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, বাজালিয়া নাজমুল উলূম হেফজখানা ও এতিমখানার মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, বান্দরবান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মো. তোয়ারেক, পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা আবদুল হক, বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাসুকুর রহমান, পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুর রহমান সওদাগর, আবুল কালাম সওদাগর, আলী আহমদ সওদাগর, হারুন অর রশিদ সওদাগর, মীর আহমদ সওদাগর, কবির আহমদ, নূর মোহাম্মদ, ফোরক আহমদসহ আরও অনেকে।
পরে পশ্চিম বড়দুয়ারা শাহী জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়কারী মহল্লার প্রবীণ মুরুব্বিদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
যাযাদি/এআর