শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শিবচরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৭
ছবি: যায়যায়দিন

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ নভেম্বর) শিবচর নন্দ কুমার মডেল ইনস্টিটিউশন'র মাঠে বেলা ২টায় এ গণ সমাবেশ শুরু হবে।

দলটির মাদারীপুরের শিবচর উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ আলহাজ্জ হযরত হাফেজ মাওলানা আব্দুল্লাহ মো: হাসান পীর সাহেব, বাহাদুরপুর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ অনেকেই। সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুুর রহমান।

সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দলের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ যায়যায়দিনকে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণ সমাবেশের মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ সময় গণ সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন তিনি।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে