শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে মানবকল‍্যাণ পরিষদের সেমিনার

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ১৬ নভেম্বর ২০২৪, ১১:১১
আপডেট  : ১৬ নভেম্বর ২০২৪, ১১:২২
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের চন্দনাইশে সামাজিক ও সেবামূলক সংগঠন মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর ) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার “বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয় শীর্ষক” আলোচনা সভা চন্দনাইশ উপজেলা সদরস্থ নিউমার্কেটের ২য় তলার হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম শেভরন আই রিচার্জ সেন্টারের পরিচালক বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডা.শাহাদাত হোসেন।

মানবকল্যাণ পরিষদ চট্টগ্রামের কার্যকরী পরিষদ সদস্য ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডসফুডের এমডি জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবকল্যান পরিষদের চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৎস্য বিজ্ঞানী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। উদ্বোধনী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সমন্বয়ক ও পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যাপক আজম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মোসলেম উদ্দিন নেজামী, মাওলানা জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত, মানবকল্যাণ পরিষদের সেক্রেটারি ওসমান গনি, সহ-সভাপতি নুরুল হুদা, নুরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডসফুডের চেয়ারম্যান আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম।

বক্তব্য রাখেন যথাক্রমে পরিষদের সাংগঠনিক সম্পাদক নাসের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, অফিস সম্পাদক জয়নাল আবেদীন, অক্সিজেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজের অধ্যাপক সরওয়ার হোসেন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সাইয়েদ আল মামুন, সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়াউর রহমান খান, মাওলানা কাজী কুতুবউদ্দিন, বিশিষ্ট ছাত্র নেতা শহিদুল ইসলাম, আরফাত উদ্দিন, আনিসুর রহমান, আসিফ, মো. এজাজ প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের ছাত্র -জনতার আন্দোলনের মাধ‍্যমে ফ‍্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে তার সুফল জনগনের কাছে পৌঁছনোর লক্ষ্যে আগামীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই তিনি দলমত এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডাক্তার শাহাদাত হোসেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে ভয়কে জয় করে সন্ত্রাস, দুর্নীতি, পেশীশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। দেশে এখনো ঘাপটি মেরে থাকা ফ‍্যাসিবাদীদের লালায়িত লোকেরা বসে আছে। আগামীতে সরকার গঠনে একজন ভাল যোগ্য নেতৃত্ব চন্দনাইশবাসীকে উপহার দেওয়ার ও আহবান জানান তিনি।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে