এ কেমন শত্রুতা!

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ১০:০২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ১০:১৪

স্টাফ রিপোর্টার , চুয়াডাঙ্গা
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার দর্শনা থানার উজলপুরে পূর্ব শত্রুতার জেরে ১ বিঘা পেঁপে বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

অভিযোগ উঠেছে একই গ্রামের কয়েক জনের বিরুদ্ধে। এ বিষয়ে দর্শনে থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী বাগান মালিক।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে তানজিল হোসেনের উজলপুর চারাখোলা মাঠে ১ বিঘা জমিতে পেঁপে বাগান ছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে বাগান পরিচর্যার জন্য তানজিল হোসেন মাঠে যায়। এ সময় বাগানে পৌঁছালে তার জমিতে থাকা বাগানের প্রত্যেকটি গাছ কেটে ফেলা দেখতে পায়। পরে হতভম্ব হয়ে কোন উপায়ান্তর না পেয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে ভুক্তভোগী তানজিল হোসেন জানায়, গত ২০ দিন পূর্বে তার পেঁপে বাগানের পাশে একটি বাদামের ক্ষেত থেকে একই গ্রামের এরেং মন্ডলের ছেলে ইব্রাহিম তার ছেলে পলাশ ও তার জামাই মমিন তিনজন মিলে বাদামের ঘাস নেওয়ার জন্য পেঁপে বাগানের মধ্যে দিয়ে আলমসাধু পরিবহন নিয়ে যায়। 

এ সময় বাগানের কয়েকটি গাছের ক্ষতি হলে মালিক তানজিল দেখতে পেয়ে তাদেরকে নিষেধ করে। পরে দুপক্ষ তর্কে জড়াই। পরে অভিযুক্তরা বাগান মালিককে বাগানের ক্ষতি করবে বলে হুমকি দেখায়। এর প্রেক্ষিতেই ওই বাগান মালিক তানজিল হোসেন একই গ্রামের এরেং মন্ডলের ছেলে ইব্রাহিম তার ছেলে পলাশ ও তার জামাই মমিন তিনজন মিলে তার পেঁপে বাগান কেটে দিয়েছে বলে অভিযোগ করে। এছাড়া তার বাগান কেটে দেয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় বাগান মালিক। 

এ বিষয়ে দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, এই ঘটনাই দর্শনা থানার একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/এআর