শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
তিন মাস বন্ধ থাকার পর

গাজীপুর সাফারি পার্ক খুললেও পর্যটকের ভিড় নেই

গাজীপুর প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ২০:৫৬
ছবি: যায়যায়দিন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার গাজীপুরের সাফারি পার্কটি খুলেছে। কিন্তু এদিন পার্কে ছিল পর্যটক-দর্শকের খরা।

বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এরপরই পার্কটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যার ক্ষত এখনও রয়ে গেছে।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে, সরকারি ছুটির দিন শুক্রবারে কয়েকশ' পর্যটক পার্কে আনাগোনা করছেন, বিভিন্ন ইভেন্টে থাকা পশুপাখি উপভোগ করছেন।

রাজধানী ঢাকা থেকে সপরিবারে সাফারি পার্কে আসা ইমাম হোসেন জানান, পত্রিকা মারফত জানতে পেরে সরকারি ছুটির দিন শুক্রবার পরিবারের ছোট বড় সহ ১৪জন সাফারী পার্কের বাঘ-সিংহসহ বিভিন্ন পশুপাখি ও সুন্দর পরিবেশ উপভোগ করতে আসি। ভিড় কম থাকায় সকলকে নিয়ে স্বাচ্ছন্দে পার্কের সকল ইভেন্ট নির্বিঘ্নে উপভোগ করতে পেরেছি।

প্রায় একই কথা বলেন ময়মনসিংহ থেকে আসা স্কুল শিক্ষক মোঃ জাফর আলী। লোকমুখে সাপের পাক খোলার খবর শুনে স্ত্রী সন্তানদের নিয়ে গাজীপুরের সাফারি পার্কে ঘুরতে আসি। কিন্তু সেখানে গিয়ে দেখি লোকসংখ্যা খুব একটা নাই , কোথাও তেমন ভিড় নাই। কোর্স সাফারি পার্কে যাতায়াতকারী সাফারি গাড়িগুলো অনেকটাই পর্যটক শূন্য অবস্থায় যাতায়াত করছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, প্রায় তিন মাস পর পার্কটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে এ খবর অনেকেই জানেন না। এছাড়াও সাফারি পার্কে আসার মৌসুম এখনো শুরু হয় নাই। তাই হয়তো পর্যটক কম আসছে। শুক্রবার পার্কে ২হাজার ১৬২ জন পর্যটক আসেন। অন্য সময়ে সরকারি ছুটির দিনে পার্কে কয়েক লাখ পর্যটকের ভিড় র জমে ওঠে।

৫ আগস্ট দুর্বৃত্তের হামলার পর পার্টি বন্ধ করে দেয়া হয় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। শিশু পার্ক নেচারাল হিস্ট্রি মিউজিয়াম প্রজাপতি কর্নারসহ পার্কের চারটি ইভেন্টে ওই হামলার এখনো ক্ষতচিহ্ন রয়েছে। এসব এখনো মেরামত করা সম্ভব হয় নাই। তাই এ ইভেন্ট করল বন্ধ রাখা হয়েছে। শীঘ্রই মেরামতের পর এ ইভেন্ট গুলো খুলে দেয়া হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে