উখিয়ায় ২ দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ২০:০২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের উখিয়ায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা  গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে  ২ দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ  শেষ  হয়েছে।


উপজেলা প্রশাসনের সার্বিক  সহযোগিতায় উপজেলার ইনানী লং বে নামক একটি রিসোর্স  সেন্টারে  ইউএনডিপি ও  গণ উন্নয়ন কেন্দ্র  এ কর্মশালার আয়োজন করেন।

গত বুধবার প্রশিক্ষণের  উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  নাজমুল হাসান। এতে সভাপতিত্ব করেন  গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট  কো- অডিনেটর এ,টি,এম ফৈরদৌস।
গতকাল  (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে রিসোর্স পার্সন ছিলেন ইউএনডিপির ডিআরআর এনালিষ্ট ওবায়দুল ইসলাম মুন্না।

উক্ত কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ হোসেন,  উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোকতার আহমেদ,  উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ উল্লাহ,   উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন,  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান ,  উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ  মোহাম্মদ  আনোয়ার,সদস্য সচিব ফারুক আহমদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,  উখিয়া  ফায়ার  সার্ভিস স্টেশনের ম্যানেজার সৈয়দ হোসেন সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি সাংবাদিক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও সিপিপি সদস্যগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায়  জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতি, এসওডি আইন প্রণয়ন, জলবায়ু পরিবর্তন  দুর্যোগ কালীন ঝুকি হ্রাস,সাড়াদান,সতর্কীকরণ ও দুর্যোগ পরবর্তী করণীয়  বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।

২ দিন ব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন  ইউএনডিপির ক্যাপাসিটি বিল্ডিং এনালিস্ট নিহার  ঘোষ, গণ উন্নয়ন কেন্দ্রের সিনিয়র ডিআরআর অফিসার আকবর হোসেন ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার আহসান হাবীব।

 


যাযাদি/এসএস