উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ"র উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অংকুর বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান নেহা বলেন,এটা হচ্ছে আমার জীবনের প্রথম পরীক্ষা। আগে কখনো বৃত্তি পরীক্ষা দেয়নি।অংকুর বৃত্তি পরীক্ষার প্রশ্ন খুব ভালো লেগেছে।বার্ষিক পরীক্ষার আগে এ ধরনের পরীক্ষা আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক সহায়ক।
অভিভাবক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন,এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে।এছাড়াও অঙ্কুর বৃত্তি পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষার আগে পরীক্ষা ভীতি কমে যাবে।বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধারা কেমন হবে এ বিষয়ে জানতে পারবে।
অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী বলেন,আমাদের সমাজে অনেক ধরনের বৃত্তি পরীক্ষা দেখে থাকি।অংকুর একটি অনন্য প্রতিষ্ঠান একটি।আজকেও প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।অত্যন্ত সুশৃংখল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।অংকুর বৃত্তি পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতি নেই।এখানে শুধু মেধাবী করা হয় না, মেধার পাশাপাশি ভবিষ্যতে যেন নিজেকে তৈরী করতে পারে এটাও দেখা হয়।একটি ন্যায়-নীতি আদর্শিক সমাজ গড়ে তুলতে পারে।
এসময় অংকুর বৃত্তি প্রকল্পের আয়োজকরা প্রশাসন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগীতায় প্রতিবারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ১৯৮৫ সাল থেকে বৃত্তি প্রকল্প ছাড়াও স্বাস্থ্য, ক্রীড়া,সাংস্কৃতিক কার্যক্রম ও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
যাযাদি/এসএস