কাশিয়ানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ১৭:১৩

কাশিয়ানী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাতের অন্ধকারে জৈনক প্রভাবশালী জোর করে  সরকারি জমি দখল করে ঘর তোলেন।

রাতের অন্ধকারে অভিযোগ জানাতে পেরে উপজেলা নিবার্হী অফিসার ফারজানা জান্নাত উপজেলা সহকারী কমিশনার ভুমি মুনমুন পালকে নিয়ে ঘটনাস্থল উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে গিয়ে অবৈধ দখলদারদ দস্তন গ্রামের হিরু মাস্টারের ছেলে মোঃ মনিরুজ্জামান মনির কে তার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময়ে বেঁধে দেন। নির্দিষ্ট সময় পার হতেই উপজেলা নিবার্হী অফিসার ফারজানা জান্নাত নিজে নিজে দাঁড়িয়ে থেকে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

স্থানীয়রা জানান , মনিরুজ্জামান মনির রাতে ১০/১২ জন লোক নিয়ে রাতা-রাতি সরকারি জায়গা দখল ও সরাসরি রোপণ কৃত ফুল ও কাঠের গাছ উপড়ে ফেলে টিন ও কাঠ দিয়ে দখলে নেয়।

জয়নগর বাজারের পাহারাদার ঘটনা জানতে পেরে মহেশপুর ইউনিয়ন তহশিলদার আয়ুব আলী মোল্লাকে জানালে তিনি তাৎক্ষণিক কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার ভুমি মুনমুন পালকে বিস্তারিত জানান। এসময় উপজেলা নিবার্হী অফিসার সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন।

 ইউনিয়ন তহশিলদার আয়ুব আলী মোল্লা জানান আমি অত্র ইউনিয়ন তহশিল অফিসে যোগ দান করার পর থেকে উক্ত সরকারি জায়গা অবৈধ দখলের পায়তারা করে আসছিল। দখলের তথ্য জানার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি কে অবগত করি। সরকারী সম্পত্তি রক্ষার্থে মাননীয় জেলা প্রশাসকের নামে জায়গাটি বেড়া ও সাইনবোর্ড টানিয়ে দিই।

এরপর গতকাল রাতে  অবৈধ দখলদার মনির  রশিদ রাত ১২ টার পর লোকজন নিয়ে বেড়া ও রোপনকৃত ফুল ও কাঠের গাছ উপড়ে ফেলে টিন ও কাঠ দিয়ে ঘর তোলেন এবং জোরপূর্বক দখলে নেয়। সম্পুর্ন ঘটনাটি ইউএন ও মহোদয়কে জানালে সকালে নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ও সহকারী কমিশনার ভুমি মুনমুন পাল ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছেন।

এ সময় মনির হোসেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ আয়ুব আলী মোল্লাকে দেখে নেবেন বলে হুমকি দেয়।

যাযাদি/এসএস