কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে চার বসতবাড়ি পুড়ে ছাই
প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বসতবাড়ি পুড়ে অন্তত ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বড়ঘোপ ইউনিয়নে মুরালিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহিদুল ইসলাম জানান, বড়ঘোপ মুরালিয়া গ্রামের আজিজ আলমের পুত্র কাইছার আলমের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের তার ভাই নেছার উদ্দীন ও মফিজ আলমের দুই পুত্র মোহাম্মদ ইয়াছিন, সেকু উদ্দীনের বাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা দৈনিক যায়যায়দিনকে জানান, বাড়ির পাশে রাতে বিয়ের অনুষ্ঠান দেখতে যান। হঠাৎ বাড়ির দিকে ধোঁয়া দেখতে পেয়ে সবাই বাড়ির দিকে ছুটে আসেন। দেখতে পান বসতঘর পুড়ে যাচ্ছে। অগ্নিকাণ্ড শুরুর পরই আশপাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে চারটি বসতবাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, ঘটনাস্থলে আসার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
যাযাদি/এসএস