নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
এঘটনায় বৃহস্পতিবার বিকেলে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয় শিক্ষক লিটন কুমার বলেন,বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার কাকা পবিত্র কুমার মন্ডল। চলতি আমন মৌসুমে ধানের জমিতে পানি সেচ দেয়ার জন্য গভীর নলকূপটি চালু রাখা হয়। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে- দেখতে পান নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চোরাই ট্রান্সফরমার উদ্ধার ও চোর চক্রকে ধরতে অনুসন্ধান চলছে।
যাযাদি/এসএস