কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ১৬:০১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে এককালীন এবং আজীবন আর্থিক সহযোগীতার উদ্দেশ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে পাবনার ঈশ্বরদীসহ সমস্ত জেলার মোট ১৬ টি কেন্দ্রে মেধাযাচাইয়ের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। 

কিশোরকন্ঠ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সার্বিক সহযোগীতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ৭৩৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ইসরাইল হোসেন শান্ত বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্যই মূলত আমাদের এই আয়োজন।

এছাড়া অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা যেন শিক্ষা জীবন থেকে ঝড়ে না পড়েন সেই লক্ষেই বৃত্তির আয়োজন করা হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়েছে। এতে যেসকল শিক্ষার্থীরা ১৬০ এর অধিক নাম্বার পাবে আমরা মূলত তাদেরকেই আমাদের এই মেধাবৃত্তির জন্য উত্তীর্ণ হিসেবে মূল্যায়ন করব।

কেন্দ্র সচিব মো: আলামিন ইসলাম বলেন, শ্রেনী কক্ষে গতানুগতিক লেখাপড়ার বাইরে শিক্ষার্থীদের জ্ঞান পিপাসু করে গড়ে তুলতেই আমরা এসকল উদ্যোগ গ্রহন করেছি। আমরা চাই শিক্ষার্থীরা মোবাইলের আসক্তি থেকে পড়ার টেবিলে ফিরবে। তাদের উচ্চ শিক্ষা গ্রহনের আর্থিক যে প্রতিকূলতা আছে সেটা কিশোরকন্ঠের বন্ধুরা সবাই মিলেই দেখবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে কেন্দ্র গুলো পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান (পাবনা জেলা পশ্চিম) মো: ইসরাইল হোসেন শান্ত, কিশোর কন্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্র সচিব মো: আলামিন ইসলাম, সহ-সচিব মো: রাফিউল ইসলাম,  কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা সভাপতি এস এম জাকারিয়া হোসেন প্রমূখ।

যাযাদি/ এআর