শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বামনায় ইয়াবাসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ২

বামনা (বরগুনা) প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৩
ছবি : যায়যায়দিন

বরগুনার বামনায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট, টাকা ও মোবাইল ফোনসহ উপজেলার ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়িকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালিকাবাড়ি গ্রামের সগির হোসেন এর স্ত্রী কুখ্যাত মাদক ব্যবসায়ি মোসা. সালমা(৪০) ও সদর ইউনিয়নের কলাগাছিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ি মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বার(৫২)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১২শত ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৫ হাজার ৫০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফট্যানান্ট কর্নেল মেহেদী হাসান(এক্স) এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টীম সালমা বেগমের কালিকাবাড়ির নিজ বাসায় অভিযান পরিচালনা করে ৭শত ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে আটক করেন। পরে সকাল সারে ৮টায় কলাগাছিয়া গ্রামে পৃথক আর একটি অভিযানে ৪শত ৭০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৫ হাজার ৫০০ টাকাসহ সাবেক ইউপি সদস্য ও মাদক ব্যবসায়ি মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বারকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

পরে বামনা উপজেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন বরগুনা জেলা জেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. সহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বামনা থানার অফিসার ইন চার্জ মো.হারুণ অর রশিদ হাওলাদার।

জেলা জেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. সহিদুল ইসলাম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করি। এই অপারেশন এখানেই শেষ নয় এটাকে কন্টিনিউ করবো আমরা। যাতে এই বামনা থানাতে কোন মাদক না থাকে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে