ফটিকছড়িতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ১৪:৫৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১৭:১০

ফটিকছড়ি/মানিকছড়ি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের ফটিকছড়িতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার শহীদ শফিকুর নুর মাওলা বীর প্রতিক গণ মিলনায়তনে যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হকের সভাপতিত্বে ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি'র উপদেষ্টা মো. জীপন উদ্দিনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মুসলেহউদ্দীন চৌধুরী খালেক, লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সঞ্জীব নাথ, দিগন্ত ডিলিং লিমিটেডের চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন, এ.এম পলি প্যাকেজিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ চৌধুরী, ইসলামী ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়াসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন, 'মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন ও এধরনে সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধাবী হতে অনুপ্রেরণা দিবে। মেধাবীরাই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানের শক্তি হিসেবে ভুমিকা রাখবে'। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র, সংবর্ধনা ক্রেস্ট ও প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। এর আগে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ি'র পক্ষ থেকে অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও কেক কেটে দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা।

যাযাদি/এআর