বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা যুবদলের প্রস্তুতি সভা
প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪, ১৪:৩৭
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আগামীকাল শনিবার চট্টগ্রামে কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদল।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রজনী গন্ধা কমিউনিটি সেন্টারে বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদলের ব্যানারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. শহিদুল কাইছার বাদশার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাসেল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান।
সভায় উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ সিকদার, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, যুবদল নেতা মুহাম্মদ দিলশান, মো. হেলাল উদ্দিন, মো. এরশাদ, আবু তাহের, জালাল উদ্দিন, ইদ্রিস, ইমরানুল হক, অহিদুল ইসলাম, মুহাম্মদ মনির, মো. পারভেজ, আহমেদ উল্লাহ, দেলোয়ার, হারুন, হেলাল, আবু তাহের, আলমগীর সুমন, জাহেদ, নূর মোহাম্মদ, রিদুয়ান, মো. তৌহিদ, সাইফুল, আব্দুর রহিম, ফোরকান, জমির, মো. বাদশা প্রমুখ।'
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানকে নতুন প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার জন্য যুবসমাজকে কাজ করতে হবে। যুবসমাজই দেশের এক বৃহৎ শক্তি, তাদেরকে কাজে লাগিয়ে এদেশকে গড়ে তুলতে হবে। তরুণরাই আজ দেশের জন্য রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কোনোভাবেই এ যুব সমাজকে অবহেলা করা যাবে না। ১৬ বছর ধরে ভারতীয় পৃষ্ঠপোষকতায় অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিবাদী শক্তি এখনো বিশৃঙ্খলা সৃষ্টির যে পাঁয়তারা করছে তা মোকাবিলা করার জন্য যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি শনিবারে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আগামী ১৬ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচিসমূহ সর্বাত্মক সফল করার জন্য বাঁশখালী থেকে সর্বোচ্চ উপস্থিতি কামনা করে।'
যাযাদি/এআর