নীলফামারীর সৈয়দপুরের এলাকা থেকে মাদকব্যবসায়ী ও সুদখোরদের উচ্ছেদ ও বিচারের দাবীতে বুধবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে গোলাহাটের ২নং উর্দূভাষী ক্যাম্পবাসীরা সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
কর্মসূচী চলাকলে ক্যাম্প এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র-০৩ সাবিহা সুলতানা, নারী নেত্রী রুপা বেগম, রাজিয়া বেগম, হামিদা বেগম, জীবন, ইকবাল, সাদ্দাম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এলাকার চিহ্নিত সুদখোর ও মাদক কারবারী জীবন, সাগরসহ তার সাঙ্গপাঙ্গরা এলাকার এক নিরীহ ছেলেকে মিঠুন (২৫) কে দা’ দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
এতে তার শরীরের বিভিন্ন জায়গায় ৩৫টি সেলাই পড়েছে। এরআগেও সুদের জন্য ও মাদকের প্রতিবাদ করায় বিভিন্নজনের উপর হামলা, মামলা করেছে ওরা। তাই বাধ্য হয়ে এলাকাবাসী সব এক হয়ে এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে।
এই কতিপয় সুদখোর ও মাদক কারবারীদের উচ্ছেদ করা না’ হলে আমাদের আন্দোলন চলবেই।
উল্লেখ্য, এরআগে শনিবার (০৯ নভেম্বর) রাতে আন্দোলনকারীরা একই দাবিতে গোলাহাট কবরস্থানের সামনের সড়ক দুইঘন্টা ধরে অবরোধ করে রাখেলে যানবাহনের দীর্ঘ যানজট লাগায় খবর পেয়ে প্রশাসনের স্থানীয় কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে এসে তাদের দাবি মানতে যা’ করতে হবে তার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। (জিভি আছে)
যাযাদি/ এম