ময়মনসিংহের গফরগাঁওয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে তুসার(৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারী চাকরিজীবি না হয়েও নিজেকে সরকারী কর্মকর্তা পরিচয় দেওয়া অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করেছে করেছে গফরগাঁও থানা পুলিশ।
আটককৃত ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম তুসার (৪৫)। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি জানান, বৃহস্পতিবার দুপুরে তুসার নামে এক ব্যক্তি নিজেকে কখন ম্যাজিস্ট্রেট কখনও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে শিবগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের পলিথিন বিরোধী অভিযানের কথা বলে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীদের সন্দেহ হলে পুলিশকে জানান। পরে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে আটক করে।
আমির সালমান রনি আরও জানান , ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া তুষার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য ।
দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে । সরকারী চাকরিজীবি না হয়েও নিজেকে সরকারী কর্মকর্তা পরিচয় দেওয়ার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
যাযাদি/ এম