বায়ু দূষণ রোধে ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটা আংশিক গুড়িয়ে দেওয়ার পর ৫ লাখ টাকা জরিমানা আদায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চীনা নাগরিকদের অবৈধ একটি সিসা ও ব্যাটারি কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের ডাউটিয়া ও বেলিশ্বর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযানের নেতৃত্ব দেন। এতে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জেসমিন আক্তার, পরিদর্শক হাবিবুর রহমান, পরিদর্শক এসএম মনজুর উল আলমসহ স্থানীয় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জেসমিন আক্তার জানান, বৈধ কাগজপত্র না থাকায় ধামরাইয়ের ডাউটিয়া এলাকার মেসার্স আমেনা হিপ ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স সান ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভেকু দিয়ে কাচা ইটসহ চুল্লির আংশিক গুড়িয়ে ভাটা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া ধামরাইয়ের বেলিশ^র এলাকায় চীনা নাগরিকদের মালিকানাধীন ‘জিয়াং সু বিডি ষ্টোরেজ ব্যাটারি লিমিটেড’ নামে একটি সিসা ও ব্যাটারি তৈরির অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, ধামরাইয়ের সকল অবৈধ ইটভাটা ও সিসা কারখানার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
যাযাদি/এআর