খুলনার রূপসায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলেন, রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা শারিরীক প্রতিবন্ধী মাসুদ রানার শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। এ নিয়ে এলাকায় শোক বিরাজ করছে।
নিহতদের বাবা মাসুদ রানা একজন প্রতিবন্ধী ও মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক মেয়ে আছে।
স্থানীয়রা জানায়, মাসুদ প্রতিবন্ধী হওয়ায় অন্যের বাড়িতে কাজ করে খাবার এনে সন্তানদের খাওয়ায় মা নার্গিস বেগম।
নিহতদের ঘরে ইদুর মারার জন্য চিড়ার মোহার সঙ্গে বিষাক্ত বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে রেখে দেয়। পরবর্তীতে ঘরে থাকা ওই চিড়ার মোয়া খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে রাতে।
অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুই জনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ১৩ নভেম্বর বিকালে একজন ও ১৪নভেম্বর সকালে একজন মারা যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. মনিরুল ইসলাম।
এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ আসেনি। অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরও জানান।
যাযাদি/ এম