'ডায়াবেটিস: সুস্বাস্থ্য-ই হোক আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
বৃহস্প্রতিবার দিনব্যাপী এসব আয়োজন করে নোয়াখালী ডায়াবেটিক সমিতি।
সকালে আলহাজ্ব সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের সামনে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও নোয়াখালী ডায়াবেটিক সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট এটিএম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আবদুল্লাহ আল ফারুক।
আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক।
এ উপলক্ষে আলহাজ্ব সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের আঙ্গিনায় ডায়াবেটিক মেলা আয়োজন করা হয়। মেলায় বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা করা হয় এবং সচেতনতামূলক পচারপত্র প্রদর্শন করা হয়।
যাযাদি/এআর