‘ডায়াবেটিস-সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাত্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মতবিনিময় সভায় জামালপুর ডায়াবেটিস সমিমির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিধির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: ফজলুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেস আলী মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, ডা: তরিকুল ইসলাম রনি, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক এম এ জলিল, মুকুল রানা, ফজলে এলাহী মাকাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস হচ্ছে সকল রোগের আতুরঘর, ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি সকল ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ডায়াবেটিস আক্রান্ত হলে এটি আর কোনদিন নিরাময় হয়না, কিন্তু নিয়ম মেনে জীবনযাপন করলে সুস্থ থাকা যায়।
আমাদের দেশের মানুষ ডায়াবেটিস সম্পর্কে সচেতন না থাকায় বড় বড় রোগে আক্রন্ত হয়ে মৃত্যুবরণ করছে, তাই ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি।
যাযাদি/এআর