রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নলছিটিতে ১ দিনে ৩ শিশুর মৃত্যু 

ঝালকাঠি প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ১৬:২৪
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে ও ইদুরের ওষুধ বিষ পান করে ৩ শিশুর হয়েছে। কুশংগল ইউনিয়নের সরমহল গ্রামে বৃহস্পতিবার সকাল ৯টায় পানিতে ডুবে হামিদা আক্তার নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়।

নিহত শিশু হামিদা ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী জাবেদ হাওলাদারের কন্যা।

কুশংগল ইউনিয়ন পরিষদের সরমহল গ্রামের ইউপি সদস্য মো. এছাহাক সরদার জানান, শিশুটি সকালে বসত ঘরের আঙিনায় খেলা করছিল। এসময় স্বজনদের চোখের আড়াল পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখেতে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুজির পর পুকুরে সন্ধান শুরু করে স্বজনরা।

পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গত বুধবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামে ইদুর নিধনের বিষ পান করে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হওয়া ৩ বছরের শিশু লামিয়া আক্তার আখরপাড়া গ্রামের কামাল হাওলাদারের কন্যা এবং ২ বছরের শিশু রমজান একই বাড়ীর মো. রানা হাওলাদারের পুত্র। নিহত শিশু দুটি অপন দুই চাচতো ভাই বোন।

নিহতের স্বজনরা জানায়, লামিয়া ও রমজান বুধবার সন্ধ্যায় বসতঘরের মেঝেত খেলা করছিল। এসময় তাদের খাবার ঘরের খাটের নিচে থাকা ফসলি জমিতে ব্যবহারের জন্য রাখা ইদুর নিধন ওষুধ খেয়ে ফেলে। এতে শিশু দুটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা বিষয়টি বুজতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব থাকা চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে