নিখোঁজ হওয়ার ৬ বছর পরও নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেয়ে জেসমিন আক্তার দীপার সন্ধান পাচ্ছে না তার পরিবার। ২০১৮ সালে ঢাকার কমলাপুর এলাকা থেকে নিখোঁজ হয় দীপা। ওই সময় তার বয়স ছিল ১৮ কিংবা ১৯। দীপার বাবা আব্দুল কাশেম ওই সময় ঢাকার কমলাপুরে বাসা ভাড়া নিয়ে শ্রমিক হিসেবে বিভিন্ন রকম শ্রমজীবী কাজ করতেন। বর্তমানে তিনি তার পৈতৃক নিবাস নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের হাইজাদী গ্রামে সপরিবারে বসবাস করছেন। তিনি তার নিখোঁজ মেয়ের ফেরার অপেক্ষায় এখনো পর্যন্ত বুক চাপড়াচ্ছেন।
দীপার মা শিরিনা বেগম জানান, ২০১৮ সালে তারা যখন ঢাকার কমলাপুরে থাকতেন তখন দীপার বিয়ে হয় জনৈক ব্যক্তির সঙ্গে। তাদের একটি কন্যা সন্তান হওয়ার পর পারিবারিক কলহের কারণে স্বামীর সঙ্গে দীপার ছাড়াছাড়ি হয়ে যায়। ওই সময় দীপার মেয়েটিকে তার স্বামী নিয়ে যায়। এরপর থেকে দীপা মানসিক ভাবে ভেঙে পড়ে। কিছুদিন পর দীপা বিদেশে চলে যাবে বলে পাসপোর্ট করে। এর কয়েকদিন পর ২০১৮ সালের কোন একদিন দীপা বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সেই যে নিখোঁজ হল এরপর থেকে আজ ও পর্যন্ত দীপা নিখোঁজই রয়ে গেছে। দীপার নিখোঁজ হওয়ার বিষয়ে ওই সময় দীপার বাবা আব্দুল কাশেম কমলাপুর থানায় একটি সাধারণ ডায়েরি ও করেছিলেন বলে জানান। দীপারা ছিল এক ভাই দুই বোন।
এর মধ্যে দীপা ছিল সবার ছোট। দীপাকে হারিয়ে হতাশাগ্রস্থ অবস্থায় তার পিতা মাতা বাকি দুই সন্তানকে নিয়ে পৈত্রিক নিবাস আড়াইহাজারে চলে আসেন। দীপা আসলে কারো খপ্পরে পরে বিদেশে চলে গিয়েছে কিনা, নাকি তাকে কেউ মেরে ফেলেছে সে ব্যাপারেও তার পিতা-মাতা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। তবে তারা চান, ৬ বছর আগে নিখোঁজ হওয়া দীপা তাদের বুকে ফিরে আসুক। বেঁচে থাকলে দীপার বর্তমান বয়স হবে ২৩ থেকে ২৪ বছর, জানান দীপার বাবা মা।
যাযাদি/ এসএম