বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুটে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. ফাতিমা বেগম(৬৮)। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টায় এ ডাকাতির ঘটনাটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বামনা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এ হত্যাকান্ডের ঘটনায় বামনা থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান অফিসার ইন চার্জ হারুণ অর রশিদ হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১২ ঘটিকার দিকে উত্তর কাকচিড়া গ্রামের প্রবাসী মাসুদ ও ইলিয়াসের বাড়িতে ডাকাত দল হামলা করে। এসময় বাড়িতে তাদের বৃদ্ধ মা ফাতিমা বেগম ও শতবর্ষী বৃদ্ধ বাবা খোরশেদ জমাদ্দার ছিলেন।
খোরশেদ জমাদ্দার জানায়, ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তখন তার স্ত্রী দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এসময় তার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা শতবর্ষী খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। পরে ডাকাত দল ঘরের আলমারি ভেঙ্গে মুল্যবান মালামাল ও নগত টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কি পরিমান মালামাল ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে তার পরিমান এখনো নিরুপন করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ঘটনা ঘটনার পর আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছেছিলাম। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এসএম