শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ফেনীর ৪৭ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ

ফেনী প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৩৭
ছবি: যায়যায়দিন

ফেনী জেলায় ৪৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মেজবা উদ্দিন খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর শাহাব উদ্দিন আহম্মদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে আবদুল কাইয়ুমকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ নুরুল আমিন খান। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে মোঃ গোলাম কিবরিয়া ভুইয়া, মোঃ আবুল কাসেম, মোহাম্মদ জিয়া উদ্দিন দুলাল,কাজী শাহাজালাল সাজু,মেজবা উদ্দিন মোঃ মোরশেদ, ও কামাল উদ্দিন মজুমদার নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছে আ,ফ,ম আহসান উল্লাহ, নাসির উদ্দিন, রবিউল হক, মোঃ টিপু সোলায় মান,রহিমা খাতুন, মোহাম্মদ জাবেদ হোসেন,মোঃ ইসহাক,মোঃ মাইনুল হোসেন মঞ্জু, এসএম নাজমুল হক,লায়লা আরজুমানারা বেগম,গোলাম সরওয়ার,সিরাজুল ইসলাম মিন্টু, আশরাফ উদ্দিন ভূঞা, ফজলুল করিম আজিম।

অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পেয়েছেন মো: ফরিদ উদ্দিন নয়ন, আবদুল আহাদ ভূঞা, মিজানুর রহমান সেলিম।

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ইউছুফ আলমগীর চৌধুরী,মো: সামছুদ্দিন,পার্থ পাল চৌধুরী,জহির উদ্দিন মামুন,হাছান মাহমুদ, মোহাম্মদ আবদুল আলিম,মোহাম্মদ জহির উদ্দিন কমল,হুমায়ুন কবির বাদল,রাশেদুল হক ভূঁইয়া,মো: মোশাররফ হোসেন খন্দকার,রবিউল হক ফরহাদ,আবু হানিফ মজুমদার বাবু,মো: বেলায়েত হোসেন,জহির উদ্দিন মামুন।

চিফ জুডিশিয়াল আদালতের দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন,ইকবাল হোসেন,আবুল বাশার আরিফ,এমদাদ হোসেন,মোহাম্মদ নুরুল আলম। এ নিয়ে ৪৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মেজবা উদ্দিন খান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন সঠিকভাবে পালন করতে পারেন সেটাই এখন আশা বলে জানান মেজবাহ উদ্দিন খান।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি ,মেজবা উদ্দিন মোঃ মোরশেদ বলেন, রোটিন দায়িত্বের পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেয়া হবে। এ ছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে