চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা 

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ১৪:২৯

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বার আউলিয়া নামের এক বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার উত্তর হাশিমপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এ সময় তাঁকে সহযোগিতা করেন চন্দনাইশ থানার একটি টিম ও ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

তিনি গনমাধ‍্যমকর্মীদের জানান, খাবারের মান সমুন্নত এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে। 

যাযাদি/ এসএম